শায়েস্তাগঞ্জে সুন্নী ও কওমীর একইদিনে পাল্টাপাল্টি মাহফিলের বিরোধ নিষ্পত্তি
মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত (সুন্নী) ও আহলে সুন্নাত উলামা পরিষদের (ক্বওমী) পক্ষ থেকে একই তারিখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে পাল্টাপাল্টি ইসলামী মাহফিল আহবান করা হয়৷ পরে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২৬ ও ২৭ ডিসেম্বর রেলওয়ে পার্কিংয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন ও দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান হবে। পরে তারিখ করে আহলে সুন্নাত উলামা পরিষদ (ক্বওমী) সংগঠনের উদ্যোগে দুইদিন ব্যাপী মাহফিল হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- সাবেক পৌর মেয়র বর্তমান পৌর বিএনপি সভাপতি এমএফ আহমেদ অলি, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, প্যানেল চেয়ারম্যান ফজলুল করিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ ফরহাদ, থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, মেম্বার আব্দুস ছালাম, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনসহ আহলে সুন্নাতওয়াল জামাত ও আহলে সুন্নাত উলামা পরিষদের নেতৃবৃন্দরা।
সভায় সুষ্ঠু সমাধান হওয়ায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।