বিশ্বনাথে গণমাধ্যম কর্মীদের সাথে মির্জা আসহাব বেগের মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি মির্জা আসহাব বেগ।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারের, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেন, ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথের মানুষের জন্যই প্রতিষ্ঠা। তাই অতীতের সকল ভোদাভেদ ভুলে গিয়ে বিশ্বনাথবাসীর জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ও এর কার্যক্রম গতিশীল করতে বিশ্বনাথের শিক্ষাবীদ, রাজনীতিবীদ, সুশীলসমাজ ও সাংবাদিকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মাসুক মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক আবদুল বারি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, ছহিফাগঞ্জ আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য নুর উদ্দিন,মাওলানা শহিদুর রহমান, আহমদ আলী হিরন,সমুজ আহমদ সায়মন ,বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আবদুস সালাম, সদস্য আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য রাজা মিয়া প্রমুখ।