বড়লেখায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম ইয়াং স্টার ফুটবল ক্লাবের আয়োজনে ফ্রিজ এন্ড টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। তৃতীয় বারের মতো আয়োজিত ফাইনাল খেলায় বিয়ানীবাজার সূর্য তরুণ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ও বড়লেখা দরগাবাজার ফুটবল একাদশ রানার্সআপ অর্জন করে।
এ উপলক্ষে মাইজগ্রাম ব্রিজটিলা সংলগ্ন মাঠে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইয়াং স্টার ফুটবল ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য ইছহাক আলীর সভাপতিত্বে ও রেজা আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক কৃতি ফুটবলার হালিমুর রশিদ জগলু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ইয়াং স্টার ফুটবল ক্লাবের উপদেষ্টা জমির উদ্দিন, আব্দুল লতিফ, জালাল উদ্দীন, নিসচা’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, ক্রীড়া সংগঠক জিয়াউল হক জিয়া, সেলিম উদ্দিন, আলি হোসেন, মানিক আহদম, সাবেক ফুটবলার আলাল উদ্দিন, প্রাবাসী নুরুল ইসলাম, জমির উদ্দিন, লিমন আহমদ, প্রবাসী নজমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাজু আহমদ, মার্জান আহমদ, সায়েল আহমদ, নাহিদ আহমদ, আবু সুফিয়ান, জুমন আহমদ, আব্দুল ওয়াহিদ, মাহফুজ আহমদ প্রমুখ।