মাধবপুরে প্রাইভেট কার চুরি, থানায় সাধারণ ডায়েরী
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম ফিউচার কমপ্লেক্স’র পাকিং লডে থাকা প্রাইভেট কার চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: আলাউদ্দীনে’র মালিকানা প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ-12-8097, যাহার চেসিস নং NZE 120-3047256, ইঞ্জিন নং 2NZ 3081450, গাড়িটি গত বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় সাতটা দিকে মাধবপুর বাজার সায়হাম ফিউচার কমপ্লেক্সের পাকিং লডে প্রাইভেট কারটি রেখে বাড়িতে যায়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ পেয়ে আসিয়া দেখি সায়হাম ফিউচার কমপ্লেক্সে’র পাকিং লডে থাকা প্রাইভেট কারটি নাই। পাকিং লডের দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করিলে সে আমার গাড়ির কোন তথ্য দিতে পারেনা।
এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকদের অবহিত করিয়া অনেক খোজাখুজি পরেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি।
সে মাধবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গুমটিয়া গ্রামের মো: লাল মিয়া খাঁন এর ছেলে আলাউদ্দীন বাদী হয়ে (০৪ জানুয়ারী) শনিবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।( জিডি নম্বর ১৯৩) চুরি হওয়া প্রাইভেট কারের বিষয় জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান জানান, প্রাইভেট কারটি খোঁজছি,উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,একটি লিখিত সাধারণ ডায়েরি মাধ্যমে প্রাইভেট কার চুরি ঘটনা বিষয়টি জানতে পেয়ে এসআই নাজমুল হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।