জৈন্তাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় রুমেল আহমেদ নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের উমনপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমেল (২০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল আহমদ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্টে আসামাত্র জাফলংগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আটকে রাখা হয় বেশ কয়েকটি বাস। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।