৬ মাসে সিলেট সীমান্তে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ৬ মাসে বিজিবির অভিযানে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
৪৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকাগুলোতে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ এই সীমান্তকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে। সেই সঙ্গে সীমান্ত পথ দিয়ে যাতে চোরাকারবারিরা ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের রসুনসহ বিভিন্ন পণ্য যাতে আদান-প্রদান করতে না পারে সেজন্য বিজিবি লোকবল বাড়িয়েছে।
এদিকে বুধবার (৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ। তা ছাড়া বাংলাদেশ থেকে পাচারের জন্য আনা শিং মাছ জব্দ করা হয়। তাছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারও আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
এদিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৯০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের কেশবপুরের সাগরদাড়ির বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনা জেলার মাগুরাঘোনার আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।
এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সিলেটের নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট ডিউটিকালীন সময়ে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে ধাওয়া করে কালিঘাট এলাকায় আটক করতে সক্ষম হয়। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ লাখ ৪০ লাখ টাকা মূল্যের ২৯০ বস্তা চোরাই চিনির সন্ধান পাওয়া যায়।