মাধবপুরে প্রবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পর্তুগাল প্রবাসীর উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র ও ৫শ মানুষ কে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ) সকালে মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকায় শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
পৌর শহরের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোঃ আব্দুল কুদ্দুস এর উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র ও ৫শ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসীর মমতাময়ী মা, আরও উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন খান, জুয়েল মিয়া, হৃদয় মিয়া, শেখ আলমাস, জহির মিয়া, মুশতাক, ফয়সাল প্রমূখ।
পর্তুগাল প্রবাসী আব্দুল কুদ্দুস বলেন, আমি প্রবাসে থেকে সব সময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষে পাশে থাকার জন্য। কয়েকদিন হল পর্তুগাল থেকে দেশে আসলাম আজ আমার এলাকার ৩ শতাধিক শীতবস্ত্র উপহার ও ৫শ মানুষ কে খাবার বিতরণ করি আমি সব সময় মানুষ পাশে থাকব ইনশাআল্লাহ।