লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
দৈনিকসিলেটডটকম
আর্তমানবতাবাদী সামাজিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়নের শীতার্ত গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরন করা হয়েছে।
বৃহস্পতি বার (৯ জানুয়ারি) দুপুরে জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের বাৎসরিক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজার ইউনিয়নের
উত্তর ফরিদপুরস্হ বাগান বাড়ী প্রাঙ্গণে ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র(লেপ) বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট এপেঃ এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ,
সম্মিলিত সামাজিক
উন্নয়ন সংস্থার প্রতিনিধি সাহেল আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রব, শিক্ষার্থী মিনহাজুল হক মিহাদ, রিদওয়ানুল হক রিয়াদ।
উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাষ্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চলিত শীত মৌসুমে সিলেটের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সিলেট নগরীসহ ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমার দাউদপুর,মোগলাবাজার, জালালপুর ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।