সঙ্গী দুই নৌকায় পা দিয়ে চলছেন না তো? বুঝবেন যেভাবে

দৈনিকসিলেট ডেস্ক :
সম্পর্ক যতই পুরনো হোক, উল্টো দিকের মানুষের মনে কী চলছে সেটা বোঝা একেবারে সহজ নয়। দেশ-বিদেশের বিভিন্ন সমীক্ষা জানাচ্ছে, অধিকাংশ সম্পর্কই ভাঙে প্রতারণার কারণে। অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছেন কি না,বোঝা সহজ না হলেও খুব কঠিন নয়। অনেক সময় উল্টোদিকের মানুষটির আচরণেই লুকিয়ে থাকে তার ইঙ্গিত। তবে সব লক্ষণ একেবারেই সকলের জন্য প্রযোজ্য নয়। ‘বেনিফিট অফ ডাউট’ কতটা দেবেন, সেটা অবশ্য আপনাকেই ঠিক করতে হবে।
ভালোবাসার মানুষটির চোখে হারিয়ে যেতে কে না চান। কিন্তু সঙ্গী কি কথা বলার সময় আপনার চোখে চোখ রাখেন না। কথা বলার সময় মাটির দিকে তাকিয়ে কিংবা ‘লুক চিট’করে থাকলে, বিষয়টি একেবারেই হাল্কা ভাবে নেবেন না। হতে পারে তিনি গোপনে এমন কিছু করেছেন, যে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস হারিয়েছেন। অনেক দিন ধরে এই বিষয়টি চললে, কোনও কিছু অনুমান করে নেওয়ার আগে কথা বলুন সঙ্গীর সঙ্গে। পারস্পরিক কথোপকথনে অনেক জটিলতা স্পষ্ট হতে পারে।