মাথায় চাপড় খেয়ে এড শিরানের আনন্দ আর ধরে না

দৈনিকসিলেট ডেস্ক :
ব্রিটিশ পপ তারকা এড শিরান কনসার্টের জন্য এখন আছেন ভারতে। দেশটির বড় বড় শহরে তাঁর কনসার্ট। এর আগে উপভোগ করছেন ভারতীয় সংস্কৃতি। এমনকি মাথাও বানিয়ে নিলেন চেন্নাইয়ে গিয়ে। এমনই এক ভিডিও এখন ভাইরাল ইনস্টাগ্রামে।
এড শিরান চেন্নাইয়ের এক নাপিতের কাছে ‘চাম্পি’ নামের ঐতিহ্যবাহী ভারতীয় ম্যাসাজ করাতে গিয়েছিলেন। নাপিতের ভিন্নধর্মী ম্যাসাজের স্টাইল বেশ উপভোগ যে করেছেন, তা বোঝা যায় ভিডিও দেখলেই।
নাপিত ম্যাসাজ করার সময় এড শিরানের মাথায় চাপড় দিচ্ছিলেন অনবরত। শুরুতে কাতুকুতু লাগার কারণেই হয়তো শিরান ঠিক স্থির থাকতে পারছিলেন না, হাসিও থামছিল না। একসময় তো মুখটা লালই হয়ে গেল! কিছুক্ষণ পর অবশ্য মাথা বানিয়ে নেওয়ার মজাটা তিনি পেয়ে যান। মাঝে তো মজা করে বলে ফেললেন, ‘এটা অত্যাচার!’
মাথা বানিয়ে নেওয়ার মজার ভিডিওটি তাঁর ফ্যান ক্লাবের ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ভক্তরা ভিডিওতে এড শিরানের অভিব্যক্তি দেখে পাচ্ছেন দারুণ মজা। এরই মধ্যে পড়ে গেছে কয়েক লাখ লাইক ও কমেন্ট।
চাম্পি মূলত মাথা বানানোর আয়ুর্বেদিক ধরন। ভারতে এটি বেশ জনপ্রিয় ম্যাসাজ। বাংলাদেশেও এর চল আছে। চুলের স্বাস্থ্য ভালো করতে ও চাপ কমাতে প্রাকৃতিক তেল ব্যবহার করে এই ম্যাসাজ দেওয়া হয়। ‘চাম্পি’ শব্দটি এসেছে সংস্কৃত থেকে। যার অর্থ মালিশ। মজার ব্যাপার হলো, এই চাম্পি থেকেই ইংরেজি শ্যাম্পু শব্দের উৎপত্তি। সূত্র: ডেকান হেরাল্ড