জগন্নাথপুরে ছোট ভাইদের হাতে বড় ভাই গুরুতর যখম

বিশেষ প্রতিনিধি
জগন্নাথপুরে পূর্ব আক্রোশের জেরে বড় ভাইকে কুপিয়ে গুরুতর যখম করেছে বৈমাতৃীয় ভাইয়েরা। ৬-মার্চ বৃহস্পতিবার বেলা ১২.১০ মিনিটের দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায় ওই গ্রামের মৃত সৈয়দ আব্দুল মহসিনের ছেলে সৈয়দ আব্দুল মুক্তাদিরের সাথে তার বৈমাত্রীয় ভাইদের দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্যতা চলে আসছিলো তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ওৎ পেতে বসে থাকা বৈমাত্রীয় ভাই আব্দুল কদ্দুস (৩৫) আব্দুল বাসিত (৩২) ইমন(২৮) বড় ভাই মুক্তাদির( ৪০) পুকুর ঘাটে গোসল করতে যাবার কালে দা রড লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মুক্তাদিরের হাত পা ভেঙ্গে মাথায় দা দিয়ে আঘাত করে হামলাকারীরা। পরে আর্ত চিৎকারে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্হায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট উসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। বর্তমানে উসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত মুক্তাদির। এব্যাপারে জগন্নাথপুর থানা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।