তৃণমূল নেতাকর্মীদের সাথে ইফতারে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নুরুল

সুনামগঞ্জ প্রতিনিধি
তৃণমূল নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগ দিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। স্বজ্জন এমন রাজনীতিকের সান্নিধ্যে ইফতার মাহফিলে যোগদান করা নেতাকর্মীরা এসময় ছিলেন উচ্ছ্বসিত।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুল পরীক্ষিত এ ত্যাগী রাজনীতিবিদের নাম।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম নুরুল।
বিএনপি নেতা হারুনুর রশীদ ও মস্তফা বুলবুল এর যৌথ পরিচালনায় বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান ফুল মিয়া, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জেলা যুবদলেের সিনিয়র সহ-সভাপতি সুহেল মিয়া, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ইকবাল হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বুলবুল, বিএনপি নেতা আব্দুল খৈয়াম, আব্দুল গনি, ফারুক মিয়া (মাস্টার), আব্দুল লতিফসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
বক্তাগন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল রাজনীতির আদর্শিক নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল’কে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন।