চাঁদা দিতে অপারগতা: সুনামগঞ্জে নৌ-শ্রমিকদের নির্যাতন

সুনামগঞ্জ প্রতিনিধি:

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নৌযান শ্রমিকদের উপর চলে নির্যাতন। এমন ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশা আপলোড করে আসছেন সুনামগঞ্জের নৌযান সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃবৃন্দ। তবুও থামনি এমন অপরাধ কান্ড!
মঙ্গলবার (৪ মার্চ) ইফতার পূর্ববর্তী সময়ে রক্তি নদীপথে নৌকাভর্তি বালু নিয়ে যাচ্ছিলেন মাঝি ইয়াকুব আলী। ওই সময় জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকাধীন রক্তি নদীতে টুল ট্যাক্স ও বিডব্লিউটি-এর নামে চাঁদা দাবি করছিল কতিপয় যুবক। ইয়াকুব আলী তাদের চারশ টাকা দিলেও প্রতিফুটে একটাকা করে ১৮শ ফুট বালুর জন্য ১৮শ টাকা দাবি করে সংঘবদ্ধ চক্র। নির্ধারিত ফি ছাড়া টাকা দিতে অপরগতা করলে মাঝি ইয়াকুব আলীকে বেধরক পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে সহকর্মীদের সহায়তায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন ওই মাঝি।
এর আগে সকালে অতিরিক্ত টাকা না দেওয়ায় শারীরিক নির্যাতনের শিকার হন নৌযান মাঝি সৈয়দুর রহমান। জামালগঞ্জ উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলভরি গ্রামের বাসিন্দা তিনি।
বাংলাদেশ কার্গো, ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, রক্তি নদীসহ বিভিন্ন নদীপথে নৌযান শ্রমিকগন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। দ্রুত নৌ-পথে চাঁদাবজি ও শ্রমিক নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। অন্যথায় নৌপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।