তাহিরপুরের কমিটিতে আওয়ামী দোষরদের পূনবার্সন

হাওরাঞ্চল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুরে আহবায়ক কমিটি আওয়ামী দোষরদের পূনবার্সন করেছে জেলা আহবায়ক কমিটি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীগন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বড়দল (উঃ) ইউনিয়ন বিএনপির আয়োজনে মধুয়ারচড়,তালুকদার চত্বরে অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্ বলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি কর্তৃক গত সোমবার (২ মার্চ) উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ঠ্য আহবায়ক কমিটি ঘোষণা করে। সেই কমিটিতে বিএনপির জেল জুলুম নির্যাতন সহ্য করে রাজ পথে থাকা ত্যাগী নেতা কর্মীদের বঞ্চিত করে পকেট কমিটি ও আত্নীয়করন করাই নয় আওয়ামী দোষরদের সম্পৃক্ত করে পূনবার্সন করেছে জেলা আহবায়ক কমিটি অভিযোগ করা হয়। জেলা আহবায়ক কমিটির (স্বাক্ষর ক্ষমতা) সদস্য এড. আব্দুল হক সাহেবের শ্যালক যে আওয়ামীলীগের মিটিং মিছিলে অংশ গ্রহণ করেছিল। নানান সুবিধাও ভোগ করেছে তাকে কমিটিতে রাখা হয়েছে। অপর দিকে কমিটিতে বিএনপি ঘাটি হিসাবে পরিচিত উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মধ্যে একজনকেও না রাখায় তারা শালা দুলা ভাইয়ের কমিটি প্রত্যাখ্যান করেন। বিতর্কিতদের বাতিল করে নতুন কমিটি করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার করেন নেতাকর্মীগন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হোসেন,ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গণী, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুতালিব, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মাও: আবুল কাশেম, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল জব্বার, কৃষকদল নেতা হাবিবুর রহমান সংগ্রাম প্রমুখ।।