গলায় জ্যান্ত মাছ যুবকের মৃত্যু

দৈনিকসিলেটডেস্ক
জ্যান্ত মাছ গলায় আটকে মারা গেছেন ভারতের এক যুবক। মাঠের কাদামাটিতে বন্ধুদের সঙ্গে তিনি মাছ ধরতে নেমেছিলেন। সেই সময়েই একটি মাছ তার গলায় ঢুকে যায়। জ্যান্ত মাছ গলার ভিতরে গিয়ে ছটফট করতে থাকে। কোনও ভাবেই সেটিকে বার করা যায়নি। মাঠে উপস্থিত যুবকের বন্ধুরা অসহায় দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। মাছের কাঁটায় তাঁর মুখ এবং গলার একাধিক নলি ছিঁড়ে গিয়েছিল।
কেরালার আলাপ্পুঝার কেয়ামকুলাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আদর্শ ওরফে উন্নি (২৫)। বৃষ্টির কারণে ধানখেতে পানি জমে গিয়েছিল। সেই কাদামাটিতে কয়েক জন বন্ধুর সঙ্গে তিনি মাছ ধরতে নেমেছিলেন। মাঠের পানি বের করার কাজও করছিলেন তারা।
কী ভাবে মাছ ধরতে গিয়ে তা মুখের ভিতর ঢুকে গেল? যুবকের বন্ধুরা জানিয়েছেন, পানির সঙ্গে ধানখেতে অনেক মাছ ঢুকেছিল। যুবক একটি মাছ ধরার পর তা নিজের মুখে পুরে আলতো করে কামড়ে ধরে হাত দিয়ে দ্বিতীয় মাছটি ধরার চেষ্টা করছিলেন। সেই সময়ে মাছটি খুব ছটফট করছিল। অসাবধানতায় মুখ থেকে ছিটকে তা গলার ভিতরে চলে যায়।
গলায় গিয়েও ছটফট করতে থাকে মাছটি। কাঁটায় যুবকের মুখের ভিতরের নলি ক্ষতবিক্ষত হয়। দ্রুত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরাও তাকে বাঁচাতে পারেননি। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।