তাহিরপুরে করিম মেম্বারের ২৯তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর মেম্বার বাড়ির মরহুম আব্দুল করিম মেম্বার এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে মেম্বারের বাড়িতে মরহুমের পরিবারের সদস্যদের আয়োজনে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মওলানা ছাবিতুর রহমান, এসময় নুরুল আমিন, সুনাই মিয়া, তাজুল আলী, সবুজ মিয়া সাবেক মেম্বার,আব্দুর জব্বার, মওলানা সাবিতুর রহমান, মেম্বার বাড়ির সুযোগ্য উত্তরসূরী নাছরুম মেম্বার, আবুল হোসেন, আক্তার হুসেন, নুর মমিন, রুবেল মিয়াসহ গ্রামে গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।