গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউইয়র্কের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিকসিলেট ডেস্ক:
আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউইয়র্কের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বাফেলোর স্থানীয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফয়জুর রহমান, সহ-সম্পাদক আব্দুল ওদুদ দীপক, চীফ ট্র্যাজারার রফিকুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মিজু চৌধুরী ও বাহরাইন থেকে নজরুল ইসলাম সম্যটসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে বাফেলো’র বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন সন্দ্বীপ এলায়েন্সের সভাপতি, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ও বাসকোর প্রধান উপদেষ্টা বাবুল সিরাজুদ্দৌলা, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিপন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সভাপতি উজ্জ্বল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাজু, সহ-সভাপতি সালেহ সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ রহমান, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শেখ রাজু আহমেদ, কার্যকরী সদস্য ওবায়দুর রহমান, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের উপদেষ্টা শাহীন আহমদ, গ্লোবাল জালালাবাদ বাফেলোর সহ-সভাপতি আবু সুফিয়ান, জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর প্রচার ও দপ্তর সম্পাদক সাইদ আলী, গোলাপগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা ইকবাল আহমদ, বৃহত্তর নোয়াখালী সোসাইটি অফ বাফেলোর প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম সেলিম, সুনামগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, সামসুজ্জামান কবির, জুনেদ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রুহুল আলম রুবেল।
অনুষ্ঠানে ময়নুল হক জুম মিটিংয়ের মাধ্যমে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউইয়র্কের কার্যকরী কমিটির ঘোষণা দেন। এসময় আলহাজ্ব মোক্তাদির হোসেন মিসবাহ’কে সভাপতি, মোহাম্মদ ফারুক আহমেদ’কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবুল হাসনাত সাহেদকে কোষাধ্যক্ষ করে বাফেলো শাখার কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল করতে প্রতিশ্রুতি দেন।