নারী কি বিয়ের উকিল হতে পারেন?

দৈনিকসিলেট ডেস্ক :
প্রশ্ন : আমার এক খালা আমাদের বড় ভাইয়ের বিয়ের উকিল ছিলেন। বিষয়টি নিয়ে এখন অনেকে আপত্তি করছে। আমার প্রশ্ন হলো, নারী কি বিয়ের উকিল হতে পারে? উকিলের অনুমতি নিয়ে অন্য কেউ উকিল হিসেবে কাজ করতে পারে?
—রুকন, কুমিল্লা
উত্তর : ইসলামের দৃষ্টিতে নারীর বিয়ের উকিল হওয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে পর্দার বিধান সম্পূর্ণ অক্ষুণ্ন রাখা জরুরি।
মক্কেল যদি তার কাজের দায়িত্ব উকিলের ওপর সীমাবদ্ধ না করে তার ইচ্ছার ওপর ছেড়ে দেয়, তাহলে উকিল অন্য কোনো ব্যক্তি দ্বারাও কাজ করাতে পারবে, অন্যথায় পারবে না। (হিন্দিয়া : ৬/২০, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ : ৪/৫১৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৬/৯৪)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।