মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া খু ন

দৈনিকসিলেটডেস্ক
মৌলভীবাজার শহরের মেয়র চত্বর এলাকায় রোববার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এডভোকেট সুজন মিয়া (৩৫) খুন হয়েছেন। জানা যায়, মৌলভীবাজার পৌর চত্বরের ভেতরে চটপটির দোকানগুলোর সামনে রাস্তায় বসা অবস্থায় সুজন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের বাড়ি শহরের খিদুর এলাকায়। সে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী। শহরের প্রাণ কেন্দ্রে একজন আইনজীবীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা চাউর হলে ক্ষোভে ফুঁসে উঠেন তার সহকর্মী আইনজীবীসহ শহরবাসী অনেকেই। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার নিন্দা জানিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত রাতে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হত্যার শিকার সুজন মিয়ার লাশ দেখার জন্য ও এই খুনের ঘটনার নিন্দা জানানোর জন্য স্বজন,সহকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ ভীড় জমান।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।