মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

দৈনিক সিলেট ডট কম
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ পালিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবে’র ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাসুম আহমেদ প্রমূখ।