গাজায় নৃশংস হত্যাকাণ্ডে লিডিং ইউনিভার্সিটির প্রতিবাদ র্যালী

দৈনিকসিলেটডটকম
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে
শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে প্রতিবাদ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে সোমবার (৭ এপ্রিল ২০২৫ ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ র্যালী বের করা হয়।
র্যালী পরবর্তী তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের সময়ও এমনটি করা হতোনা। কিন্তু এতোবছর পরও গাজায় এমনটি হচ্ছে যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, গাজার বর্বর হত্যাকাণ্ড বিশ্ব বিবেককে হার মানিয়েছে
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা আহবান জানাচ্ছি অনতিবিলম্বে এটি বন্ধ করার জন্য।
এসময় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।