১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ!
বদলে যেতে পারে এভারেস্ট জয়ের ইতিহাস

দৈনিকসিলেটডেস্ক
প্রায় ১০০ বছর আগে ১৯২৪ সালের ৮ই জুন, বিখ্যাত পর্বতারোহী জর্জ ম্যালরির সঙ্গে অ্যান্ড্রু কমিন আরভিন এভারেস্ট অভিযানের জন্য যাত্রা শুরু করেছিলেন। আরভিনের বয়স তখন মাত্র ২২ বছর। এভারেস্টের চূড়ায় ওঠার জন্য যাত্রা করেছিলেন তাঁরা । এভারেস্ট অভিযানে গিয়ে তারা অদৃশ্য হয়েছিলেন। তাদের কোনোরকম খোঁজ পাওয়া যায়নি। এরপর ১৯৯৯ সালে ম্যালরির দেহাবশেষ পাওয়া গেলেও হদিস মেলেনি আরভিনের। ১০০ বছর পর মিলল জুতোসমেত পায়ের অংশ। এভারেস্টের উত্তর দিকের রংবুক হিমবাহে অভিযান চালাচ্ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র নির্মাতারা। হঠাৎ তাঁদের চোখে পড়ে একটি জুতো। চলচ্চিত্র নির্মাতা এরিখ রোপেক এবং পর্বতারোহী মার্ক ফিশার ভাল করে পরীক্ষা করে দেখার পর বুঝতে পারেন, আর কারও নয়, ১০০ বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহী অ্যান্ড্রু কামিন আর্ভিনের জুতো এটি। যাঁর পরিচিতি স্যান্ডি নামেই।জুতোর মধ্যে যে মোজা গলানো ছিল তাতেই লাল সুতো দিয়ে সেলাই করে লেখা ছিল ওই পর্বতারোহীর নাম। এভারেস্টের বরফ গলে গিয়ে এক শতাব্দী পর আর্ভিনের জুতো সমেত পায়ের অংশ উদ্ধার হল।
দেহাবশেষ অর্ভিনের কিনা তা নিশ্চিত করতে ইতিমধ্যেই আর্ভিনের পরিবারকে ডিএনএর জন্য নমুনা সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। আরভিনের জুতো ও দেহের অংশ আবিষ্কার হওয়ার পর এক শতাব্দী আগে এভারেস্ট চূড়ায় যা ঘটেছিল সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছেন পর্বতারোহীরা। যদি এই জুটি এভারেস্ট চূড়ায় উঠেছিলেন বলে প্রমাণিত হয়, তবে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের রেকর্ডটি ভেঙে যাবে। কারণ এডমন্ড ও তেনজিং জুটিই ১৯৫৩ সালে প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন বলে মনে করা হয়। তবে এখন অনেকেই ধারণা করছেন, এডমন্ড এবং তেনজিং এভারেস্টে পৌঁছানোর ২৯ বছর আগেই হয়তো অ্যান্ড্রু কমিন আরভিন প্রথম আরোহী হিসাবে সফল হয়েছিলেন।
সূত্র : এনবিসি নিউজ