চুনারুঘাটে হঠাৎ ঝড় ও বজ্রপাত: ব্যাপক ক্ষয়ক্ষতি এক কৃষকের মৃত্যু

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটে হঠাৎ ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার চান্দপুর সতং রাস্তায় ৪ টি বিদ্যুৎএর খুটি উপড়ে পড়ে যায়। এতে বাগানসহ উপজেলার দক্ষিণে বিদ্যুৎ নেই। একই সময়ে সাতছড়ি সড়কের চন্ডীছড়া চা বাগান এলাকায় ঝড়ের সময় গাছ ভেঙ্গে একটি নোহার উপর পড়ে যায় এতে চালক সহ ৩ জন আহত হয়েছেন। এছাড়া, বজ্রপাতে উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে কৃষি জমিতে কসজ করতে গিয়ে মস্তু মিয়া (৩৫) নামে এক কৃষক। মস্ত মিয়া ওই গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। অপরদিকে গাদিশাইল গ্রামের ফারুক মিয়ার একটি গাভীসহ বাছুর মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, যার ফলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, কৃষি জমিতে বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম বলেন , সব সময়ই কৃষকদের বজ্রপাতের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে হাওরে যেতে বলা হয়। প্রাকৃতিক দুর্যোগের আগে কৃষকের মধ্যে ধান কাটা শেষ করার তাড়া থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে হাওরে যান। এ কারণে হতাহতের ঘটনা ঘটেছে।