বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নি হ ত

বালাগঞ্জ প্রতিনিধি
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সিফাউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বালাগঞ্জ-তাজপুর সড়কের ইলাশপুর পেট্রোল পাম্পের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাউল বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পীরপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ মে রাত ১০টার দিকে সিফাউল দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালিয়ে আসছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। চালক সিফাউল জ্ঞান হারিয়ে সড়কের পাশে পড়ে যান। তবে, তার মোটরসাইকেলের পেছনে থাকা অন্যজন অক্ষত ছিলেন।
সিফাউলের চাচাতো ভাই হামিদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সিফাউলের ইউরোপে যাওয়ার কথা ছিল। তারা ৫ ভাই ৫ বোন। তার আকস্মিক মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।