সুবিচার নিশ্চিত করতে সুশাসনের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

দৈনিকসিলেট ডটকম
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর সাথে পরিমাপ জড়িত। সৃষ্টির কোন কিছুই পরিমাপের বাইরে নেই। তাই সমতার সমাজ রাষ্ট্র ও দেশ গঠনে পরিমাপের বিষয়টা নিশ্চিত করতে হবে। এই পরিমাপ বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। সময় ও পরিমাপের সুষ্ঠ ব্যাবহার নিশ্চিত করে সুন্দর সমাজ গঠনে সকলকে অবদান রাখতে হবে। তিনি ইহ ও পরকালীন মুক্তির লক্ষে পরিমাপের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, সুবিচার নিশ্চিত করতে সুশাসনের বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠার মুল শর্ত হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা, এর মাধ্যমে কাঙ্ক্ষিত সমাজ গঠনের পথ সুগম হয়।
বুধবার (২১ মে) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই সিলেট আয়োজিত বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, শাবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহম্মদ, স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই সিলেট এর উপ পরিচালক ও অফিস প্রধান মোঃ মাজহারুল হক।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বিএসটিআই সিলেটের কর্মকর্তা কাজী মোঃ বুরহান উদ্দিন।
বিএসটিআই সিলেট এর এসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রকৌশলী মরিয়মের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রডাক্টের ডিজিএম জসিম উদ্দিন, লাফার্জ হোলসিমের ডেপুটি ম্যানেজার শাহনেওয়াজ রফিক, বেঙ্গল গ্যাসলুনের ম্যানেজার আশরাফুল ইসলাম। আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধির অংশ গ্রহণ করেন।