হজ করতে সাইকেলে করে মক্কায় বেলজিয়ামের তরুণ

ইসলাম ডেস্ক:
দুই মাস আগে পবিত্র রমজান মাসে সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন ২৬ বছর বয়সী আনাস আল-রেজকি নামের এক তরুণ। তবে তার এবারের ভ্রমণ অন্যবারের মতো ছিল না। ওই তরুণ নিজ শহর বেলজিয়ামের কোনো দর্শনীয় স্থান বা বন্ধুর বাড়ির উদ্দেশে বের হননি। এবার তিনি পবিত্র হজ করতে মক্কা নগরীরর উদ্দেশে যাত্রা শুরু করেন।
প্রতিবছর লাখ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতে সৌদি আরব গমন করেন। প্রচণ্ড রোদের মধ্যে তারা হজের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। সাধারণত অধিকাংশ মুসলিম আকাশপথেই হজ করতে মক্কায় যান। আর কিছু অংশ স্থল ও নৌপথে যান।
তবে সাইকেলে করে সাধারণত তেমন কেউ হজ করতে যান না। কিন্তু পরিবেশ সুরক্ষায় সবার সচেতনতা বৃদ্ধির সম্প্রতি জর্দান থেকে উত্তর সীমান্তের হালাত আম্মার বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করেন আনাস আল-রেজকি। তখন তাকে ফুল ও আরবীয় কফি দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তাকে হজ পারমিটসহ একটি ব্যাজ দেওয়া হয়।
পরে সীমান্ত নিরাপত্তাকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পবিত্র স্বপ্নের বাস্তবায়নে দীর্ঘ ভ্রমণকে নিজের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে মনে করেন আনাস। আনাস জানান, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত আসতে তাঁকে ১৩টি দেশ পাড়ি দিতে হয়েছে। এ সময় তিনি চার হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ পথ পাড়ি দিতে প্রতিদিন তাকে ১০০ কিলোমিটার সাইকেল চালাতে হয়েছে।
সৌদি সংবাদ চ্যানেল আল-ইখবারিয়ার একটি ভিডিওতে আনাসকে সবুজ মাঠের মধ্য দিয়ে সাইকেল চালাতে দেখা যায়। ইউরোপীয় ঠাণ্ডা আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে একটি জ্যাকেট পরেন তিনি। এরপর তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরুভূমি অঞ্চলে প্রবেশ করেন। তখন আবহাওয়ার চিত্র একদম বদলে যায়। তখন তাকে একটি সাদা টিশার্ট পরা দেখা যায়।
আনাস বলেন, ‘দীর্ঘ এ পথ খুবই কঠিন ছিল। আমি রমজান মাসে যাত্রা শুরু করেছিলাম এবং রোজা রেখেছিলাম। যাত্রা পথে আমি জার্মানি ও বসনিয়ার মতো দেশের মসজিদে ঘুমিয়েছি। এ সময় বিচিত্র অভিজ্ঞতা হয়েছে।’ সূত্রে: খালিজ টাইমস