জৈন্তাপুরে বিদেশী মদসহ যুবক গ্রেফতার
সিলেটের জৈন্তাপুরে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোহাম্মদ শাহিন আহমদ (২৫) জৈন্তাপুরের হরিপুর উৎলারপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
শনিবার(২৪ মে) র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করতে সক্ষম হয় র্যাব।
এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।