ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: আনিসুল
আগামী দিন গুলোতে আন্দোলন সংগ্রামে ত্যাগীরাই মাঠে থাকবে। গত ১৭ বছর আওয়ামীলীগের দূশাসনে নির্যাতিত নিপিড়ীত জেল জুলুম সহ্য করা নেতা কর্মীদের কমিটিতে মূল্যায়ন করতে আহবায়ক কমিটির প্রতি আহবান জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরে বালিজুড়ি ইউনিয়নে বিএনপির উদ্যোগে আনোয়ারপুর বাজারে কর্মী সমাবেশে তিনি কথা গুলো বলেন।
এসময় তিনি আরও বলেন,গত জুলাই আগষ্টে যারা নিজেদের জীবন বাজি রেখেছে তারাই কমিটিতে আসবে। আর আগামী দিন গুলোতে আন্দোলন সংগ্রামে ত্যাগীরাই অতিথের ন্যায় জীবন বাজি রেখে সামনে থাকবে দল ও দেশের স্বার্থে।
আনিসল হক নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান দেশের জন্য,দেশের মানুষের জন্য দলের জন্য আওয়ামীলীগের নির্যাতন সহ্য করেছেন, দেশান্তরিত হয়েছেন ও মানবতার মা বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। তাদের নেতৃত্বে ঐক্য বদ্ধ থেকে বিএনপি কে আরও শক্তিশালী করতে হবে নিজ নিজ অবস্থান থেকে,পাশাপাশি দলের জন্য কাজ করার আহবান জানান এই নেতা।
কর্মী সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য আনিসুল হক কথা গুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,সালমা নজির,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হুদা, এমদাদুল হুদা,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সবুজ আলম,সাবেক শ্রমিক দল সভাপতি ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসের উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চানঁ মিয়া মাষ্টার, আমীর শাহ, আবুল কালাম, জবা নিয়া, শাহীন মেম্বার, সামরুল ইসলাম, জুবায়ের জয়নাল ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।