ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন
মাহমুদুল হাসান সামরুলকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের প্রয়াত সদস্য লিটন চন্দ্র ভৌমিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শরফরাজ খান পাঠান, জহুরা খাতুন, যুগ্ন সম্পাদক কাউছার মিয়া, তানজিদা আজাদ শম্পা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াহেদ আলী মুরাদ, দপ্তর সম্পাদক নাবিল আহম্মদ, সাহিত্য সম্পাদক কাজী বর্ণাঢ্য, প্রচার প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বান্টি দেব, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাসেম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ ইমন, নারী বিষয়ক সম্পাদক শাহানা পারভীন স্মৃতি, পরিবেশ বিষয়ক সম্পাদক নূর আহমেদ পুলক, পাঠচক্র সম্পাদক শৈবাল সরকার উৎস, নির্বাহী সদস্য কাজী আনোয়ারুল হক, মিঠুন পাল, এহসান তালুকদার, সামিউল নিক্সন, জুবায়ের আহমেদ, শামীম আহমেদ, মেহেদী হাসান সিদ্দিকী শুভ, রুবিনা আক্তার, আফরোজা চৌধুরী, উম্মে জাকিয়া, আঞ্জুমান আরা চৌধুরী, রাখি দেব, স্বপন আহমেদ।