হবিগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও বন্ধ ঘোষণা
হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি ও অন্যান্য অসংগতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অনন্তপুর আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে যাবে। তিনি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানে সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।