গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের বেহাল দশা!
সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে জয়নাল আবেদীন
গোয়াইনঘাটের প্রধান প্রধান সড়কের বেহাল দশা জনসাধারণের দুর্ভোগ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ২টায় সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজার জনগনের একমাত্র যোগাযোগ, যা কয়েক বছর যাবত ব্যবহার অনুপযোগী ২০২২ সালের ভয়াবহ বন্যা ও পরবর্তী ২০২৪ সালের বন্যায় দফায় দফায় গোয়াইনঘাটের সড়ক পথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। জরুরি পদক্ষেপ নিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলী অফিসের সহযোগিতায়-আমরা লজিষ্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রত সময়ে কাজ সম্পন্ন হবে এবং ইতিমধ্যে ২০০ মিটার কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০০ মিটার কাজের আজ শুরু হয়েছে।
এভাবে প্রতিটি রাস্তাঘাট, কালভার্টের ডিমান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অবকাটামোগত উন্নয়নে জন চাহিদা তুলে আনার যাত্রা আমরা শুরু করছি।
জনসাধারণের দাবি- দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের মানুষ তার অধিকার বঞ্চিত ছিলো, পশ্চিম জাফলং, সদর ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়নসহ এ উপজেলার মানুষ যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে ছিলো।নৌকা ও খেয়া পারাপারের মাধ্যমে উপজেলা সদরের সাথে যাথায়াত করা হতো। আমাদের চলাচলের একমাত্র সড়ক পথ পিরিজপুর সোনারহাট রাস্তা। এটিই দীর্ঘদিন থেকেই ভঙ্গুর প্রাকৃতির রয়েছে। একজন রোগী নিয়ে আমরা হাসপাতালে যেথে পারিনা। এমতাবস্থায় অনতিবিলম্বে এ রাস্তার কাজ সম্পন্ন না হলে আমরা গন আন্দোলন গড়ে তোলব।
উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন পিরিজপুর সোনারহাট রাস্তাটি ২০২২ সালের বন্যা পরবর্তী ফ্লাট ২০২২ নামে অভিহিত, টিকাধারী প্রতিষ্ঠান এস আর কর্পোরেশন একসাথে একাধিক কাজে হাত দেওয়ায় তারা কোন কাজ ই ঠিকমত করতে পারেনি। সাম্প্রতিক জয়নাল আবেদীন যে উদ্যোগ নিয়েছেন এজন্য উনাকে ধন্যবাদ। আমরা আশাবাদী শীঘ্রই আমরা সকল কাজ সম্পন্ন করতে পারব।