‘পার্লারে যাবো’ বলে নিখোঁজ নববধূ
মহা ধুমধামে আয়োজিত হয়েছে বিয়ে। নবদম্পতিকে নিয়েও আনন্দ-হৈচৈ কম হয়নি। নতুন বর-কনকেও দেখা গিয়েছিল হাসিমুখে। কিন্তু মূল ঘটনা শুরু হলো এক বেলা পেরিয়েই। বিয়ের এক দিনের মধ্যেই নিখোঁজ হয়েছেন নববধূ। তার সন্ধানে পুলিশের দ্বারস্থ হয়েছে বর-কনের পরিবার। এ ঘটনায় পুলিশও তদন্ত শুরু করেছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের আলীপুর দুয়ারের শামুকতলা এলাকায়।
বউ নিখোঁজ হওয়ায় ভেঙে পড়েছেন সদ্য বিবাহিত ওই যুবক। আলীপুর দুয়ারের দক্ষিণ মজিদখানা এলাকার বাসিন্দা সরকারি চাকরিজীবী বাবলু মণ্ডলের সঙ্গে যশোডাঙা বিশ্বাসপাড়ার রিঙ্কু বিশ্বাসের বিয়ে ঠিক হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনও ঠিক হয়েছিল। গত বৃহস্পতিবার ধুমধাম করে বিয়েও হয় দুজনের। সব কিছু ঠিকঠাক চলছিল। শুক্রবার বিকেলে নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফেরার কথা ছিল বাবলু মণ্ডলের। তার আগেই ঘটল এমন অঘটন।
জানা গেছে, শ্বশুরবাড়ি যাওয়ার আগে সাজার জন্য বিউটি পার্লারে যেতে চেয়েছিলেন নববধূ। এতে কারো কাছেই কোনো রকম সন্দেহ হয়নি।
নিজের ভাইকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে বের হয়েছিলেন রিঙ্কু। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা কেউ ফিরছে না। এ দেখে তাদের ফোন করা হলেও পাওয়া যায়নি। এতে দুশ্চিন্তা দেখা যায় দুই পরিবারের মধ্যেই। শেষ পর্যন্ত বরপক্ষ ও কনেপক্ষ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করে। এর পরেই শামুকতলা থানায় নববধূর নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় ভেঙে পড়েছেন বর বাবলু মণ্ডল। বাবলুর বাবা বিদ্যুৎ মণ্ডল জানিয়েছেন, ছেলের বিয়েতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ছেলে। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে কনেরবাড়ির সদস্যদের ওপরেও। বাড়ির নারীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রবিবার বউভাত হওয়ার কথা ছিল। তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সূত্র : সংবাদ প্রতিদিন