সুনামগঞ্জে শিক্ষার্থীকে কিডন্যাপের চেষ্টা, অভিযোগ দায়ের
সুনামগঞ্জে শহরের এইচএমপি স্কুলের এক শিক্ষার্থীকে কিডন্যাপের চেষ্টা ও মারপিট করেছে একদল উচ্ছৃঙ্খল ও বখাটে কিশোর। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার( ১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে।
কিশোরগ্যাং এর উৎপাতে উদ্বিগ্ন শহরে প্রায় সময় এসব বখাটে কিশোরদের মাইরপিটের শিকার হচ্ছে নিরীহ স্কুল শিক্ষার্থী ও পথচারী। সুনামগঞ্জে এমনই এক ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্র জানা যায়, সুনামগঞ্জ পৌর এলাকার সুলতানপুর মহল্লার মো. মুহিবুর রহমানের ছেলে শিব্বির আহমদ সায়মন (১৫) চলতি ২০২৫ সালের এইচএসএস পরীক্ষার্থী। উক্ত পরীক্ষা দেওয়ার জন্য দুপুর ১টা ৩০ মিনিটে এইচএমপি স্কুলের মেইন গেইটে রিকশা থেকে নামার সাথে সাথে শহরের আলীপাড়া মহল্লার আকিকুল এর ছেলে সামি (২০), আলীপাড়া বর্তমানে মোহাম্মদপুরের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে সোহান (১৯) ও রাহুল নামের তিন কিশোর সহ আরও ৫ কিশোর মিলে অভিযোগকারীর ছেলে সায়মনকে কিডন্যাপের চেষ্টায় প্রানণাশক অস্ত্র সহ মাইরপিট করে। এসময় সহপাঠী ও পথচারীদের সহায়তায় প্রানে বেঁচে যায় সায়মন। পরে আহত অবস্থায় এইচএমপি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করা হলে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই আবু হানিফ জানান, ৯৯৯ ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মারপিটের শিকার শিব্বির আহমদ সায়মন ও সহপাঠীদের কাছ থেকে কিডন্যাপের চেষ্টায় মারপিটের ঘটনার কথা শুনেছেন। তবে ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানিয়েছেন।