দু’টি কবিতা: ‘লুট হয়ে গেছে’ এবং ‘রাত্রির গর্ভে ভোরের শরীর’

দৈনিক সিলেট ডট কম
লুট হয়ে গেছে
–সরওয়ার ফারুকী
লুট হয়ে গেছে প্রাণ,
লুট হয়ে গেছে ঝরাপাতা ঝিঁঝিঁ পোকা কাজল রেখার গান
লুট হয়ে গেছে চরের পাখি ছলাৎছলাৎ কূলের বধূ
চৈত্র-দুপুর প্রাচীন পুকুর রাখল ঠোঁটের মাতাল মধু।
কাস্তেচরা চখাচখি ধবল ঘুঘু টুনটুনি
লুট হয়ে গেছে কানকুয়া প্যারাশুমচা বুলবুলি
লুট হয়ে গেছে রাঙামানিক শালিক ধনেশ শঙ্খনীল
গঙ্গাকৈতর কোয়েল দোয়েল ময়না-চড়ুই গাঙচিল
শ্বেতকাঞ্চন সর্পগন্ধা ধুতরা বেগুন জারুল ফুল
লুট হয়ে গেছে হিজল করচ গামার গদা চুন্দুল ।
বংশী বুনা খামি লুসাই মারমা মনিপুরী
লুট হয়ে গেছে টিপরা গারো উসাই খিয়াং হরি
কোঁচ খাসিয়া চাক পাহাড়ি রাখাইন ত্রিপুরা
লুট হয়ে গেছে মুন্ডা মুরং ওঁরাও উরুয়া
ছন্দ গন্ধ ভৈরবীরাগ পাহাড়িয়া ঝর্না-ঝড়
লুট হয়ে গেছে কিচিরমিচির নৃ-কিশোরীর বনজ-ঘর ।
লুট হয়ে গেছে রেশমি রুমাল বাঁশের লাটি খুরের ঢেউ
লাল পবনের উথল থুতে মজনু শাহের ফকির কেউ
শাহজালালের তেজী আজান, বালাকোটের লাল নিশান
লুট হয়ে গেছে পলাশীরবন সিরাজশাহী শিরস্ত্রাণ
সুঁই-জবানি দর্জি মেহের দুদু শাহের তর্জনী
লুট হয়ে গেছে বখতিয়ারের লাল তাগড়াই শেরোয়ানি।
শীতলপিটা চিরলপাঠি মাঘ-ফাগুনের গাঁও
কলার ভেলা, যাত্রাপালা ময়ুরপঙখী নাও
লুট হয়ে গেছে বিলের ধারে পরীবিবির নাওয়া
লুট হয়ে গেছে অ আ সোনার বাংলা গাওয়া।
রাত্রির গর্ভে ভোরের শরীর
-বদরুজ্জামান জামান
আধাঁর রাত্রিই গর্ভে ধারণ করে ভোরের শরীর।
আধাঁর যত গভীর হয় ভোরের শরীর তত
গর্ভপাত উপযুক্ত হয়।
একান্ত ইচ্ছাগুলো অনন্ত হয় যখন ঝরে যাওয়া
ফুলের ডালে আবার ফুটে ফুল।
নিয়মহীন জীবণের একপাশে দাঁড়িয়ে দেখি
ঈশ্বরের বেঁধে দেয়া নিয়ম, প্রকৃতিও ঈশ্বরের
বেঁধে দেয়া নিয়ম মেনে বৈরী হয় ।
শৈশব কৈশোর যৌবন হারিয়ে বার্ধক্য আক্রান্তরা
অমোঘ নিয়মের বাঁধন উপলব্দিতে আত্মমগ্ন হয়
নিয়মহীন স্মৃতির পাতায়। আফসোস কিংবা
হতাশা তখন নিয়মকে ত্বরান্বিত করে।
মানুষ প্রকৃতির তুষ্টিতে ঈশ্বর বিদ্রোহী হয় আর
প্রকৃতি ঈশ্বর তুষ্টিতে মানুষের বিদ্রোহী হয় ।