প্রচ্ছদ কবিতা বদরুজ্জামান জামানের দুটি ‘লিমেরিক’ প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩৩ পূর্বাহ্ণ প্রিন্ট করুন দৈনিক সিলেট ডট কম ১ মানুষে মানুষে প্রভেদ আকাশসম ঈশ্বর ভুলে মানুষ পূজে নমঃনমঃ মানুষের মাঝে ঈশ্বর বহে ঐষী অবিনশ্বর যজ্ঞের বশে ঈশ্বর পূজে অন্তরমম। ২ কত কথা জমে আছে সন্তরপণে চোখহীন কত দেখা নখ দর্পণে হ্রদয় খুলে যত দেখি বোবার মত বলি একি ব্যথা বয়ে সুখী হই সুখ সমর্পণে । সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেইজে লাইক না দিয়ে থাকলে অনুগ্রহ করে লাইক দিন কবিতা এর আরও খবর অপরুপা দ্বিপ্রহর ওরা ভুলে গেছে তোমার গান চিঠি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত লিটলম্যাগ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়