মাঠে তিন দল, রোমাঞ্চকর লড়াই দেখবেন কোথায়?
নিশ্চিত করেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য আজ (বৃহস্পতিবার) ব্যস্ত সময় অপেক্ষায়। এই দিনে ক্রিকেট-ফুটবল মিলিয়ে মাঠে নামবে বাংলাদেশের তিনটি দল। এশিয়া কাপের সুপার ফোরের বিগ ম্যাচে টাইগারদের সামনে পাকিস্তান। যে লড়াই শুরু হবে রাত সাড়ে আটটায়। এটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ!
জাকের আলি-তাওহীদ হৃদয়রা মাঠে নামার আগেই পরীক্ষা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মেয়েদের বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। তার আগে নারী ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শুরু আজ থেকেই। যেখানে নিগার সুলতানা জ্যোতির দল লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শ্রীলঙ্কার সঙ্গেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
কলম্বোতে আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে।
বাংলাদেশসহ মোট আট দল-ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড অংশ নিচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচসহ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩১টি। কলম্বো, ডিওয়াই পাতিল, ইন্দোরের হোলকার, গুয়াহাটি ও বিশাখাপত্তনমের স্টেডিয়ামে হবে খেলা।
ফুটবল দলও মাঠে নামছে এই দিনে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মানে ক্রিকেটের মতো এখানেও এই দুই দলের দ্বৈরথ! এই লড়াই শুরু হবে বিকেলে।
বাংলাদেশের আজকের তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোথায় দেখা যাবে ম্যাচ তিনটি।
ক্রিকেট
এশিয়া কাপ ২০২৫: সুপার ফোর
বাংলাদেশ-পাকিস্তান
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট
টি স্পোর্টস ও নাগরিক টিভি
নারী ক্রিকেট বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস, নাগরিক টিভি, টি স্পোর্টস
ফুটবল
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ-পাকিস্তান
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট ইউটিউব








