বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাচনা বাজার আওয়ামীলীগ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির আহবায়ক আসাদ আল-আজাদের সভাপতিত্বে ও কল্লোল সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মু. আলতাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল্লা হাসান জুনেদ ও সদস্য বাবু সেন্টু লাল রায়।
সভায় সর্বসম্মতিক্রমে সাচনা বাজারের আজাদ ফার্মেসীর স্বত্বাধিকারী আসাদ আল আজাদকে সভাপতি ও জামালগঞ্জের লাইফ মেডিকো”র স্বত্বাধিকারী মো. আঃ গফফারকে সাধারণ সম্পাদক করা হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় বক্তব্য রাখেন , মেহেরুন্নেছা ফার্মেসী এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজবাহ উদ্দীন, শাকির এন্ড তানিয়া ফার্মেসীর মালিক মো. সেলিম, আচার্য্য ফার্মেসীর মালিক সম্ভু আচার্য্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধিক ফার্মেসীর মালিকগন উপস্থিত ছিলেন।