বড়লেখায় নিসচা নেতৃবৃন্দের স্বেচ্ছায় রক্তদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দের স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হয়েছে।
মাসব্যাপী কর্মসূচীর ৩০ তম দিনে সম্প্রতি বড়লেখা পৌর শহরের হলি লাইফ স্পেশালিষ্ট (প্রাঃ) হসপিটালে রক্তশুন্যতা জনিত দুই জন রোগীকে মানবিক কল্যাণে (স্বেচ্ছায় ও পজেটিভ O+) রক্তদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ এবং একই সময়ে (এ পজেটিভ A+) রক্তদান সম্পন্ন করেন কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাস, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য শাকিল আহমদ, ছায়দুল আহমদ প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক বাকের আহমদ ও কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম স্বতঃস্ফূর্তভাবে তারা মানবিক কর্মকান্ডে অব্যাহত থাকায় তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। উল্লেখ্য: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদানসহ মানবিক কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আগামীকাল ৩১ অক্টোবর মাসব্যাপী পালিত কর্মসূচীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।