শাবিপ্রবিতে রোড টু বিসিএস সেমিনার অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
বিসিএসের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান ও উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন জিডিএন সাস্টের উদ্যোগে রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএসের প্রথম ও শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা সুশান্ত পাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিডিএন সাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
সার্বিক বিষয়ে জিডিএন সাস্টের সভাপতি মো. মিসবাহ উদ্দিন বলেন, জি.ডি.এন সাস্ট তার সূচনালগ্ন হতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও জি.ডি.এন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক কর্মসূচী অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সংগঠনটির উদ্যোগে আয়োজিত গত ২৬ জানুয়ারি বিসিএস প্রিলিমিনারি মক টেস্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও আলোচকগণ।