মাধবপুরে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করায় প্রধান শিক্ষককে জীবন সংকটাপন্ন
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর ঘটনায় মানসিক চাপে শিক্ষকের স্ট্রোক করার ঘটনা ঘটেছে।”
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ওই শিক্ষকের নাম সানোয়ার মোঃ রেজাউল করিম। এছাড়া ওই শিক্ষককে হ্যানস্থা করার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়,কয়েকজন যুবক শিক্ষকের অফিস রুমে প্রবেশ করে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শাসাচ্ছেন। একটি লেখে আনা পদত্যাগ পত্রে সাক্ষর করতে বাধ্য করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রতিষ্ঠানটির কয়েকজন সাবেক শিক্ষার্থী ও এলাকার ৮-১০ জন যুবকের একটি দল তাদের লেখে আনা পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বলে। তখন তারা শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা ও অনিয়মের বিষয়ে তার জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেন।
নাম প্রকাশের অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন শিক্ষক জানান, ওই শিক্ষকের কোন অনিয়মদের নীতি থাকলে সেটি যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর নিজের হাতে আইন তুলে কতিপয় যুবকদের প্রধান শিক্ষকের সাথে এমন আচরণ উচিত হয়নি। এখন যদি ওই শিক্ষকের কোন দুর্ঘটনা ঘটে তাহলে দায় নিবে কে।
প্রতিষ্ঠানটির কর্মচারী আবুল কাশেম জানান, সন্ধ্যা পর্যন্ত প্রধান শিক্ষক স্যারের জ্ঞান ফিরিনি।তার পরিবারের লোকজন খুব হতাশার মধ্যে রয়েছে। তিনি এই ঘটনা সুষ্ঠু তদন্তেও দাবি জানান।
মাধবপুর নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাসেম জানান, বিষয়টি আমরা শুনেছি খোঁজখবর রাখছি। ওই প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।