কৃষক সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বাজারে প্রচারণা
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার ৭ ফেব্রুয়ারি কৃষক সমাবেশ কে সফল করার লক্ষ্যে বিভিন্ন বাজারে প্রচারণা চালিয়েছেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল শিকদার।তিনি দিনভর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া, লাউড়েরগড়সহ বিভিন্ন বাজারে প্রচারণা চালিয়েছেন।
এসময় তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় তিন মাসব্যাপী কৃষক সমাবেশ সারা দেশব্যাপী কৃষকদের সংগঠিত করতে ও কৃষকদের স্বার্থেই এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাদাঘাট বাজারে ৭ই ফেব্রুয়ারি কৃষক সমাবেশ হবে। এই সমাবেশ কে সাফল্য মন্ডিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশ গ্রহণের আহবান জানান তিনি। এসময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সংগ্রাম সহ নেতা কর্মীগন।