৯ বছরেও বিচার হয়নি নবীগঞ্জের ইকবাল হোসেন হত্যার
স্টফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে খুন হওয়া ইকবাল হোসেনের নবম মৃত্যুবার্ষিকী আজ। হত্যাকাণ্ডের ৯ বছর পূর্ণ হলেও এখনো বিচারকাজ সম্পন্ন হয়নি। দ্রুত মামলার বিচার কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছে পরিবার।
জানা যায়-নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়া ও তার আপন ভাই বজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১৫ সালের ২৫ নভেম্বর দুই পক্ষের যৌথ জমির ধান কেটে বাড়ি আনার পর ভাগবাটোয়ারা নিয়ে আঙ্গুর মিয়ার বড় ছেলে ইকবাল হোসেন ও তার চাচা বজলু মিয়া এবং চাচাতো ভাই বাবলুর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওইদিন দুপুরে বজলু মিয়ার নেতৃত্বে বাবলু মিয়াসহ একদল লোক নিয়ে ইকবালদের বাড়িতে হামলা করে। এসময় ইকবাল ও তার দুই ভাই দিলওয়ার হোসেন এবং লাভলু মিয়া ঘর থেকে বেড়িয়ে আসলে তাদের উপর এলোপাতারি ভাবে হামলা করা হয়। এক পর্যায়ে বাড়ির উঠানে ইকবালকে মাটিতে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। ইকবালের ছোট ভাই গুরুতর আহত দিলওয়ার (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
এ ঘটনায় বজলু মিয়াকে প্রধান আসামী করে বাবলু মিয়াসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার ৯ বছর পূর্ণ হলেও এখনো মামলার রায় কার্যকর হয়নি।
পরিবার সূত্রে জানা যায়- ইকবাল হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে স্বাক্ষী গ্রহণের পর্যায়ে রয়েছে, মামলায় দীর্ঘসূত্রিতায় না করে দ্রুত রায় কার্যকরের দাবী জানান পরিবারের লোকজন।