সুনামগঞ্জে শীতার্তদের পাশে ‘আশা’
সুনামগঞ্জ প্রতিনিধি
শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এনজিও সংস্থা ‘আশা’। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর কাছে আনুষ্ঠানিকভাবে চারশ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে সংস্থা কর্তৃপক্ষ।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শীতবস্ত্র হস্তান্তর উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ‘আশা’ সুনামগঞ্জ জেলা ব্রাঞ্চের ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রধান।
পরে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র হস্তান্তর করেন সংস্থার এই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ রিজিওনাল ব্যবস্থাপক দিপক চন্দ্র সরকার, জেলা সদর-১ এর ব্রাঞ্চ ব্যবস্থাপক মনজুরুল হাসান, জেলা সদর-২ এর ব্রাঞ্চ ব্যবস্থাপক দুলাল চন্দ্র দে প্রমুখ।
সুনামগঞ্জ জেলা ব্রাঞ্চের ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রধান জানিয়েছেন, দুর্ঘটনা-দুর্বিপাকে কিংবা সমসাময়িক বিভিন্ন মানবিক-সামাজিক কর্মকান্ডে দেশের মানুষের পাশে থাকে ‘আশা’। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র হস্তান্তর করা হয়।