গোলাপগঞ্জে রাস্তায় ট্যাংকি নির্মানের প্রতিবাদ করায় হত্যার হুমকি
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জে গ্রামবাসির রাস্তা দখল করে বাথরুমের ট্যাংকি নির্মানের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
রোববার (০১ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় এমন অভিযোগে একটি সাধারণ ডায়রি (নং ৪১) দায়ের করেছেন গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে আছকর আলী (৫২)।
অভিযোগসূত্রে জানা যায়, একই গ্রামের মানিক মিয়ার ছেলে উত্তর বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মিনহাজ উদ্দিন (৪৫) এবং তার অপর তিন ভাই রিমন (২৪), নাজিম (৪০) ও রাজিব (৪২), মৃত আইয়ুব আলীর ছেলে জয়নাল উদ্দিন (৫৫) ও মানিক মিয়া (৬৫), জয়নাল উদ্দিনের ছেলে বাবু আহমদ (২২), মৃত আরব আলীর ছেলে জামাল উদ্দিন (৫৬) ও ছালিক মিয়া (৫৫), মৃত আব্দুর রশীদের ছেলে সাকের মিয়া ও রাজমিস্ত্রি দুলাল মিলে গ্রামবাসির চলাচলের রাস্তা দখল করে বাথরুমের ট্যাংকি নির্মান করছেন।
তাদের এমন কাজের প্রতিবাদ করে অনলাইন গণমাধ্যমে বক্তব্য রাখায় গত ২৭ নভেম্বর রাত ১০টার পর থেকে বিভিন্ন মাধ্যমে আছকর আলীসহ একই গ্রামের আকদ্দছ আলীর ছেলে আব্দুল জব্বার, আলা উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন, ফিরোজ আলীর ছেলে সফিক উদ্দিন ও হবিব আলীর ছেলে গিয়াস উদ্দিনকে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছেন।
তাদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সার্বিক সহযোগীতা চেয়েছেন আছকর আলী।
তবে এই হুমকি ধমকির বিষয়টি অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত উত্তর বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।
তিনি বলেন, আমি বা আমার পক্ষের কেউ কোনো হুমকি দেয়ার প্রশ্নই উঠেনা। একটি বিশেষ মহলের প্ররোচনায় পড়ে তারা এসব মিথ্যা বানোয়াট অভিযোগ করছেন।
তিনি এ ব্যাপারে গ্রামবাসির কাছে খোঁজ-খবর নেয়ার আহ্বান জানিয়ে বলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা পরিদর্শন করে দেখেছেন, ট্যাংকিটি আমাদের ভূমিতেই আমরা নির্মান করছি। আমরা হুমকি দিবো কেন? এসবই একটি বিশেষ মহলের ষড়যন্ত্র।
এদিকে রাস্তা দখল করে ট্যাংকি নির্মানের দায়োরকৃত অভিযোগের তদন্ত সম্পর্কে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টনচন্দ্র পাল বলেন, বিষয়টি তদন্তের দায়িত্ব দেযা হয়েছে উপজেলা ভূমি কর্মকর্তাকে। তিনি এ ব্যাপারে কাজ করছেন। প্রতিবেদন পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
হুমকির অভিযোগের ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামা মোল্যা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।