ওসমানী বিমানবন্দরে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুদিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি জানান, বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম।।যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি ২৪৮ ফ্রাইটের সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন জব্দ করে শুল্ক গোয়েন্দারা। তবে এসময় কাউকে আটক করা হয়নি।