ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে র্যালী
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
“জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়া ডিম” এমন শ্লোগান নিয়ে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টায় বের হওয়া প্রতিবাদ র্যালী জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাস-স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে যৌথভাবে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।
সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুলসহ অনেকে।