জিহ্বা দিয়ে এক মিনিটে ৫৭ ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড করলেন পানিকর!
দৈনিকসিলেট ডেস্ক :
এক মিনিটে জিহ্বা ব্যবহার করে ৫৭টি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ভারতের তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ক্রান্তি কুমার পানিকরের অসাধারণ এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সারি দিয়ে দাঁড় করানো অনেকগুলো ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি।
এর পরেই জিহ্বা দিয়ে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যান নিখুঁতভাবে থামিয়ে দিচ্ছেন তিনি। একে একে মোট ৫৭টি।
মাত্র এক মিনিটের মধ্যে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিহ্বা দিয়ে বন্ধ করে দেয়ার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, জিহ্বা নাকি লোহা?
সাধারণ মানুষ এই কাজ করলে জিহ্বা কেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা।
পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, হেলায় সেই কাজ করছেন ক্রান্তি। এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিহ্বা দিয়ে থামিয়ে দিচ্ছেন তিনি। ক্রান্তি কুমারের এই যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে। যখন থেকে অদ্ভূত এবং উদ্ভট সব স্টান্ট করা শুরু করেছিলেন ক্রান্তি।
একেবারে প্রথম দিকে নিজের নাক এবং হাতের আঙুল ব্যবহার করে ঘুরন্ত পাখা বন্ধ করতেন তিনি। সেসব দেখে শিউরে উঠত দর্শক, মজাও পেত। এরপর জিহ্বা দিয়ে পাখা বন্ধ শুরু করেন ক্রান্তি। তাতে সফলও হন। আর, এবার সেভাবেই বিশ্ব মঞ্চে স্বীকৃতি লাভ করলেন ক্রান্তি।
জিহ্বা দিয়ে এক মিনিটে ৫৭ ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড করলেন পানিকর!