৩০ মন্ডপে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলছে বিদ্যাদেবীর আরাধনা
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০টি মন্ডপে নিয়ে সাড়ম্বর পরিবেশে পালিত হচ্ছে বিদ্যাদেবীর আরাধনা।স্বরসতী দেবীর কৃপা লাভের আশা ও পূজা পালনের উদ্দেশ্যে সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনদের উপস্থিতিতে সরব হয়ে উঠছে পূজার পরিবেশ।
পূজা পালন উপলক্ষে গান-বাজনায়, নানা রঙ্গে -ঢঙ্গে, কারুকার্য ও আলোকসজ্জায় রঙ্গিন হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, অর্জুনতলা, চেতনা-৭১, বাস্কেটবল মাঠ, বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সম্মুখস্থল।
বিশ্ববিদ্যালয়ের পূজা কেন্দ্রীয় কমিটি জানায়, ২৮টি বিভাগের ২৬টি মন্ডপ, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, সনাতন বিদ্যার্থী সংসদ, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, কর্মকর্তা-কর্মচারীদেরসহ মোট ৩০টি পূজা মন্ডপ স্থাপিত হয়।
শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক দীপ্ত বণিক বলেন, “অন্যান্যবারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হচ্ছে। তবে এবারে প্রশাসন আমাদের প্রত্যাশী অনুযায়ী পূজার বাজেট দেয়নি। পূজা উদযাপন কমিটিকে পূজার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭৫ হাজার টাকা দিয়েছে, অথচ গত বছরে আমরা এই বাজেট ১ লাখের অধিক পেয়েছি। আমরা আশা করছি, ভবিষ্যতে পূজার বাজেট আরও বৃদ্ধি করা হবে যাতে আমরা আরও সুন্দরভাবে এবং সবার অংশগ্রহণে পূজা উদযাপন করতে পারি।”
কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি ঋত্বিকা সাধু বলেন, “পুরুষ ব্রাহ্মণ দিয়ে পুরোহিত্য করতে হবে, ধর্মে এমন কোন নিয়ম নেই। চাইলেই ছেলে-মেয়ে যে কেউ করতে পারবে। এবারে কেন্দ্রীয় মন্ডপ ও সনাতন বিদ্যার্থী সংসদের মন্ডপে মেয়ে পুরোহিত দিয়ে পুরোহিত্য করা হয়েছে। এটি একটি উদাহরণ, যা সমাজে একে অপরের সমান অধিকার এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।”
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “পূজার সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজাতে যাতে কোন বিঘ্ন না ঘটে, এজন্য গতকাল সন্ধ্যা থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টরিয়াল বডিও শৃঙ্খলা রক্ষার্থে তৎপর রয়েছে।”