বড়লেখায় উপজেলা যুব কল্যাণ পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলা যুব সম্মেলনকে সামনে রেখে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা যুব সম্মেলন সফলের লক্ষ্যে সম্প্রতি স্থানীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা যুব কল্যাণ পরিষদ।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সাল আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মুমিত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাহেদুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সরওয়ার মান্না, অর্থ সম্পাদক আহমদ হোসাইন মোল্লা, কার্যনির্বাহী সদস্য হাফিজ মোঃ সাজ্জাদ হোসাইন, সদর ইউনিয়ন সভাপতি বেলাল আহমদ, দাসের বাজার ইউনিয়ন সভাপতি শাব্বির আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আলিম, সাজু হোসেনসহ প্রমূখ।