যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
দৈনিকসিলেট ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে এক যুবকের নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার মধ্যরাত প্রায় দেড়টার দিকে ব্রোঙ্কসের ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউ ও পার্ক অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। সেখানে ১৮ বছর বয়সী ওই যুবকের শরীরে একাধিক গুলির আঘাত দেখতে পান কর্মকর্তারা।
আহত যুবকের কাছ থেকে প্রথম সাড়া পেয়ে তাকে দ্রুত সেন্ট বারনাবাস হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত গুলির আঘাতের ফলে হাসপাতালে তিনি মারা যান। নিহত যুবকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ গুলিবর্ষণের কারণ এখনও খুঁজে পায়নি। তবে ঘটনার পর থেকেই ব্রোঙ্কস পুলিশ সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে একই দিনে নিউ ইয়র্কের ওজোন পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছে বলে কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এ ঘটনার কোন সত্যতা মেলেনি। নিউ ইয়র্কের ১০৬ পুলিশ চত্বর বা থানায় যোগাযোগ করা হলে জনৈক পুলিশ কর্মকর্তা বলেন গত রবিবার (২ ফেব্রুয়ারি) তাদের অধিনস্ত ওজন পার্ক এলাকায় কোন গোলাগুলির ঘটনা ঘটে নাই। পুলিশ বিভাগের সকল ওয়েবসাইটে খুঁজে ওজন পার্ক এলাকায় কোন গোলাগুলির সত্যতা পাওয়া যায় নাই। এমনকি গত দিনেও নিউ ইয়র্কের কোন মিডিয়াতেও এমন কোন খবর প্রকাশিত হয়নি।
নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কন্সুলেট জেনারেল মো. নাজমুল হুদার সাথে যোগাযোগ করা হলেন নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছে কোন সঠিক তথ্য বা খবর তার কাছে নেই। তিনি শুধু ফেসবুকসহ কয়েকটি সংবাদপত্রে দেখেছেন কিন্তু এর সত্যতা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান জানান, নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক আহত বিষয়ে কেউ তাদের অফিসে অবগত করেননি। এ বিষয়ে তিনি কোন খবরও শোনেননি।